Wellcome to National Portal
Main Comtent Skiped

How to Go

সড়ক পথে- ঢাকা থেকে মাওয়া বা পাটুরিয়া রুটে যেকোন পরিবহন সার্ভিস যেমনঃ হানিফ, সোহাগ, ঈগল ইত্যাদি বাস সার্ভিসের মাধ্যমে যশোর নামতে হবে। পরে  যশোর পালবাড়ী হয়ে বাস যোগে চৌগাছা বাসষ্টেশন নামতে হবে এবং সেখান থেকে পায়ে হেঁটে বা রিকশা/ভ্যান নিয়ে চৌগাছা উপজেলা পরিষদ আসা যাবে।

 

রেল পথে - চৌগাছা উপজেলাতে সরাসরি কোন রেল যোগাযোগ নেই। তবে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলযোগে আসা যাবে এবং যশোর রেল ষ্টেশন থেকে রিকশাযোগে পালবাড়ি বাস টার্মিনাল পর্যন্ত এসে সেখান থেকে বাস যোগে চৌগাছা আসা যাবে। উল্লেখ্য যশোর থেকে চৌগাছার দূরত্ব প্রায় ২০ কিমি মাত্র।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

চৌগাছা, যশোর।

( অফিসটি চৌগাছা উপজেলা পরিষদ ভবনের নিচ তলায়, ই-সেবা কেন্দ্র রুমে অবস্থিত )

মোবাইল:০১৭১৭১৮৪৪৪১